আলহাজ্ব মোঃ মাহফুজ আহমেদ

ব্যবস্থাপনা পরিচালক, এক্সপ্রেস মেন’স ফ্যাশন ওয়্যার।

আসসালামু আলাইকুম

এক্সপ্রেস মেন’স ফ্যাশন ওয়্যার। একটি প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশন ব্যান্ড যেখানে আপনি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন নৈমিত্তিক বিলাশপূর্ণ, শৌখিন, আরামদায়ক,  স্টাইলিশ,  ট্র্যাডিশনাল ও ইউনিক সব ডিজাইনের পোষাক। এক্সপ্রেস বাংলাদেশ 2007 সাল থেকে যাত্রা শুরু করে। যুগপোযোগী বিশ্বমান সমৃদ্ধ গুনগত ও রুচিশীল পোষাক নিজেস্ব গার্মে ন্টস এ উৎপাদন করে সময়মত ডেলিভারি মাধ্যমে ক্রেতাদের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম হওয়ায় গর্বের সাথে দুই দশক ধরে  এগিয়ে এবং সারাদেশ ব্যাপী সফলতার সাথে ব্যবসা করে আসছে। আমাদের ব্যবস্থাপনা বিভাগ ক্রেতাদের চাহিদা ও পোষাকের মান নিয়ন্ত্রন ও মূল্যের ব্যাপারে খুবই সর্তক কারন বর্তমান বাজারে প্রতিয়োগিতার বিষয়টি সর্বাধিক পরিচালিত হয়। আমরা ক্রেতাদের সুবিধার্থে রিটার্ন সহজ পেমেন্ট পদ্ধতি অফার করি ও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের রুচির প্রতি  বিশেষ দৃষ্টি থাকে।.

সামার সিজনে আমাদের রয়েছে ছেলেদের জন্য টি-শার্ট, পলো শার্ট যা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টকৃত ফেব্রিক্স এবং এক্সোসরিজ। উইনটার সিজনে রয়েছে লেদার জ্যাকেট, বন্ডেড জ্যাকেট, হুডি জ্যাকেট, ব্লেজার এছাড়াও প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, কটি, ভ্যাস্ট, ফতুয়া, বেল্ট, ওয়ালেট, টাই, বক্স ফ্রাঙ্কলিন সহ মেয়েদের থ্রি-পিচ, টু-পিস, ওয়ান-পিস, টপস, প্লাজু, টাইলস, ওড়না, হিজাব, লং বোরকা, লেডিস ব্যাগ, লাগেজ, ওয়েস্টার্ন ড্রেস, গাউন ও জুতা সহ সব ধরনের কালেকশন খুচরা  এবং পাইকারি বিক্রয় করে থাকি। আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

ঢাকা-বসুন্ধরা সিটি, আজিজ সুপার মার্কেট-শাহবাগ, চায়না টাউন-নয়াপল্টন, ট্রেড সেন্টার-গুলিস্তান, সিটিপ্লাজা, নগরপ্লাজা, ফুলবাড়িয়া,  এক্সপ্রেস মেগামল নয়াসড়ক পয়েন্ট,  ভিআইপি রোড-সিলেট সহ সারা বাংলাদেশে আমাদের ১৪টি শো-রুম রয়েছে যেখানে ৬টি হোলসেল পয়েন্ট, ৮টি রিটেইলস সেন্টার সহ ১টি ২৪/৭ অনলাইন স্টোর রয়েছে।

পরিশেষে, এক্সপ্রেস এর সাথেই থাকুন। কেনাকাটা করুন নিশ্চিন্তে। যেকোন সময় আপনার চাহিদা মেটাতে এক্সপ্রেসকে অনুসন্ধান করুন এবং সমসাময়িক বিশেষায়িত পোষাকের সমাহার পেতে ফেইসবুকে ভিজিট করুন www.facebook.com/expressfashion