জমকালো আয়োজনের মধ্যদিয়ে সিলেট এক্সপ্রেস মেগা মলের শুভ উদ্বোধন হয়েছে। এক্সপ্রেস মেগা মলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক। গত ৪ নভেম্বর সিলেটের নয়া সড়ক পয়েন্টে এক্সপ্রেস মেগা মলের শুভ উদ্বোধন করা হয়.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের এমডি সোহেল প্রেসিডেন্ট, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আবদুল মুহিত জাবেদ, ওয়ার্ড কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ শান্তি সংঘ, আলহাজ্ব আবু সাঈদ পাটোয়ারী, সহ-সভাপতি, বাংলাদেশ শান্তি সংঘ, মহিউদ্দিন আহমেদসহ আরও অনেকেই.
এসময় আরও উপস্তিত ছিলেন, ঢালিউড তারকা চিত্র নায়িকা পূর্নিমা ও চিত্রনায়ক নিরব.
কেক কাটিং, লাইভ কন্সার্ট ও র্যাম্প শো মধ্যিদিয়ে উদ্বোধনের পুরো ইভেন্ট আয়োজন করেছে Team 360, আয়োজনের প্রধান সমন্বয়ক আরজে সাইমুর রহমান.
এক্সপ্রেস মেগা মলে লেডিস, জেন্স, ব্যাগ, এবং বাচ্চাদের সব ধরনের কালেকশন, নিজস্ব ব্যান্ড-এর বিশ্বমানের তৈরি পোশাকের বিশাল সমাহার ও নানা আকর্ষণীয় লাইফস্টাইল পণ্য। সকল পণ্যের ওপর থাকছে ৩০% পযন্ত ডিসকাউন্ট.